Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রাণীশিমূল ইউনিয়নের ইতিহাস

রাণীশিমূল ইউনিয়নের ইতিহাস ও নামকরনের স্বার্থকতাঃ

 

বার ভূইয়াদের অন্যতম নেতা মহাবীর ঈশাখাঁ ১৫৩৬ খ্রিস্টাব্দে মতান্তরে ১৫৩৭ খ্রিস্টাব্দে বিবাড়িয়া জেলারসরাইল উপজেলায় রাজা কালিদাস গজদানী সিংহ নামান্তরে সোলায়মান খাঁর পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন। দাম্পত্য জীবনে প্রথম স্ত্রী সৈয়দা ফাতেমা খাতুন ও দ্বিতীয় স্ত্রীর নাম স্বর্ণময়ী। মহাবরীর ঈশা খাঁর দ্বিতীয় স্ত্রী স্বর্ণময়ী ইতিহাসের সেই চাঁদ সওদাগরের ডিঙি ডুবে ‍যাওয়ার ঘটনার স্বাক্ষী বিজরিত ঐতিহাসিক কালিদহ সাগর পরিদর্শন করতে এসে পথ ভ্রষ্ট হয়ে গাঢ় পাহাড়ে দিকে চলে আসেন। সেই সময় রাণীর নৌকা বহর এই অঞ্চলের নদীর পারে এক শিমূল গাছের নিচে বিশ্রামের জন্য নোঙর করেন। সেই সময় এলাকার লোকজন রাণী স্বর্ণময়ীকে এক নজর দেখার জন্য ভিড় জমান। সেই থেকে রাণী স্বর্ণময়ীর আগমনকে স্মরনীয় করে রাখতে বর্র্তমান রাণীশিমূল গ্রামের নাম করন করা হয়। পরবর্তীতে যখন এই অঞ্চলকে ইউনিয়নে রূপান্তর করা হয় তখনও রাণী স্বর্ণময়ীর স্মরনেই ইউনিয়নের নাম করন করা হয় রাণীশিমূল।

১৯৯০-১৯৯৫ মেয়াদে মাননীয় চেয়ারম্যান সৈয়দ মেজবাহ উদ্দিন বখতিয়ারের সময়ে এই ইউনিয়নকে পাইলট ইউনিয়নে রূপান্তরিত করেন।