রাণীশিমূল ইউনিয়ন ভূমি অফিসঃ
ডাকঘর-ভায়াডাঙ্গা, উপজেলা-শ্রীবরদী, জেলা-শেরপুর।
১। প্রধান কর্মকর্তাঃ
মোঃ শহীদুল্লাহ তালুকদার।
পদবীঃ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
যোগদানের তারিখঃ ০৩/১১/২০১০ ইং।
জন্ম তারিখঃ ২০/০৪/১৯৬৮ ইং।
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাঃ বি, এ (পাস)।
২। রাণীশিমূল ইউনিয়ন ভূমি বিষয়ক তথ্যঃ
ইউনিয়নের মোট জমি ঃ ১৬২৪৯.৬৭ একর।
মোট আবাদী জমিঃ
মোট অনাবাদী জমিঃ
মোট খাস জমিঃ ৮৩৫.৭১ একর।
মৌজার সংখ্যা ঃ ২১ টি।
মৌজার নাম সমূহঃ
০১। তাতীহাটি ০২। চককাউরিয়া ০৩। বড়পোড়াগড় ০৪। জালকাটা
০৫। বকচর ০৬। ছনকান্দা ০৭। উত্তর ঘোনাপাড়া ০৮। সাইট কাকড়া
০৯। জানকিখিলা ১০। রাণীশিমূল ১১। ভায়াডাঙ্গা, ১২। বিলভরট
১৩। টেঙ্গরপাড়া ১৪। মালাকোচা ১৫। বাঘহাতা ১৬। শিমূলকুচি
১৭। চক্রপুর ১৮। বালিজুরী ১৯। হালুয়াহাটি ২০। হাতীবর
২১। তেতুলিয়া
ভূমি অফিসের প্রধান কার্যাবলীঃ
১। ভূমি উন্নয়ন কর আদায়।
২। নাম জারী ও জমা খারিজ।
৩। সায়ারত মহাল ব্যবস্থাপনা।
৪। খাস জমি ও অর্পিত সম্পত্তি রক্ষনাবেক্ষণ ও ব্যবস্থাপনা।
৫। সার্টিফিকেট মোকদ্দমা সংক্রান্ত।
৬। লোকাল ইনকোয়ারী।
৭। সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ চিঠি পত্রের জবাব দান।
৮। দেওয়ানী মোকদ্দমার তথ্য বিবরণী প্রেরণ ও স্বাক্ষর প্রদাণ ইত্যাদি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS