রাণীশিমূল ইউনিয়নের একমাত্র দর্শনীয় স্থান সীমান্তবর্তী গাঢ় পাহাড়ের অংশ বিশেষ। তবে এর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হারিয়ে যেতে পারেন মনের অজান্তেই। ঘন জঙ্গল আর সারি সারি গাছের সমন্বয়ে উচু নিচু টিলা তার মাঝে ছোট-বড় পানির আধার সত্যি মনোমুগ্ধকর। পাহাড়ের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই থেকে যেতে হবে কয়েকদিন। এক সময়ের প্রাকৃতিক বনজ গাছ আর ঘন জঙ্গলে বাস করতো বনো শুকর, বানর, স্বর্গা হরিণ, উল্লুক, লংগর, ভালুক, কাঠবিড়ালী, বনো মুরগ, অজগর, হাতী, খরগুস, মেছো বাঘসহ নানা ধরণের প্রাণী। কালের আবর্তে সমস্ত পাহাড়টাকে বনায়নের নামে প্রাকৃতিক জঙ্গল উজার করে গড়ে তোলা হয় নতুন বাগান। ফলে এই সমস্ত প্রাণীরা তাদের বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হয়। বর্তমানে খুব সামান্য কিছু প্রাণী অবশিষ্ট থাকলেও তা মানুষের অবাধ যাতায়ত ও উৎপাতের কারণে চরম নিরাপত্তা ঝুকির মধ্যে পড়ে আছে। তবে সাম্প্রতিক কালে বনো হাতির দল এই পাহাড়ে অবস্থান করার জন্য কিছু প্রাকৃতিক জঙ্গল সৃষ্টি হয়েছে। সরকারী কোন ধরনের উদ্বোগই পারে এই পাহাড়ের প্রকৃতিকে ফিরিয়ে আনতে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS